মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস এ বছরের প্রতিপাদ্য “একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”। আর তাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করে।
রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েজ, বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে, ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে র্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখা কমিটির সদস্যরা উপজেলার বেশ কিছু যায়গায়, ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন।
দিনের শুরুতে সংগঠনের সদস্যদের নিজ নিজ বাড়ির আঙিনায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার আহ্বায়ক মো.আরিফুল ইসলাম মাসুম,সদস্য সচিব জিএম মেহেদি হাসান পলাশ,বাঞ্ছারামপুর উপজেলা শাখার শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষক মো.মহি উদ্দিনসহ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর বাঞ্ছারামপুর উপজেলা শাখা কমিটির সদস্যবৃন্দ।