মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন সন্মানিত অতিথি ভারতীয় হাই কমিশনের মিনিস্টার কনস্যুলার ও শিক্ষা ড.নিতিশ বির্দী ও দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণমন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এম পি।
এম পি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রতির দেশ, সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করছে। পূজা উপলক্ষ্যে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, এ উৎসব সর্বজনীন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধা ৭টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শাহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম, সহকারী কমিশনার (ভূমি) সুভাশীষ চাকমা,পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল,উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিটি মন্ডপেই শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ গ্রাম পুলিশ,স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করছেন।পরে তিনি উজানচর কে এন স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।