মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে জেলার সর্ববৃহৎ ও আধুনিক শপিংমল ‘ইউএস বাংলা লেন্ড মার্ক এস এস টাওয়ারের’ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদে ফিতা কেটে দোয়া মাহফিল ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উদ্ধোধন হয় ইউএস বাংলা লেন্ড মার্ক এস এস টাওয়ারের ভিত্তিপ্রস্তর।
ইউএস বাংলা লেন্ডমার্কের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার আজিজুল হকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।
শীতাতপ নিয়ন্ত্রিত ইউএস বাংলা লেন্ড মার্ক এস এস টাওয়ারে ক্রেতাদের জন্য থাকবে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা। শপিংমল ছাড়াও থাকবে গিফট আইটেম, সুপারশপ, কসমেটিক্স, ফুডকোর্ট, ফাস্ট ফুড, রেস্টুরেন্ট, ল্যাব স্টুডিও ও কনভেনশন সেন্টারসহ বিভিন্ন ধরনের শোরুম। ক্রেতাদের সুবিধার্থে থাকবে কার পার্কিংয়ের সুব্যবস্থা।
নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সকল ধরনের যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে ইউএস বাংলা লেন্ড মার্ক এস এস টাওয়ারে বরাদ্ধ চলছে। বুকিং দিতে যোগাযোগ করার আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুয়েটের আর্কিটেক্ট মোনায়ার হাবিব তুহিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.দুধ মিয়া মাস্টার,বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ব্রিটিশ, যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেন,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইদ আহমেদ বাবু,উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা,উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম রানা,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লেন্ডডোনার বীরমুক্তিযোদ্ধা মাস্টার মো.শরিফুল ইসলাম,এস এইচ জেট শুকরী সেলিম, মো.শামিম শিবলী সাদিক, মো.তাঁরা মিয়াসহ আরো অনেকে।