মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর -ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় ছলিমাবাদ ইউনিয়নে একটি গ্রাম একটি পরিবার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভুরভুরিয়া, গঙ্গানাগর, একরামপুর গ্রামের হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ই ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় ভুরভুরিয়া পশ্চিম পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে রাবেয়া গফুর জনকল্যাণ সংস্হা প্রতিষ্ঠাতা ও বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডা.এ,কে মাহবুবুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অভিনেতা ও স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মাতা মো.রাসেল মিয়া।
একটি গ্রাম একটি পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুল ইসলাম মাসুমের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন পূর্ন্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, ভাইরে ছবির পরিচালক অভিনেতা সীমান্ত, রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামীম মিয়া, বাঞ্ছারামপুর উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠাতা সারওয়ার হাসান, মুক্ত জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি আবু সাইদ, বাংলাদেশ ব্লাড এন্ড প্লাজমা সংগঠনের নাঈম,আমীর মাষ্টার প্রমূখ।
আলোচনা সভা শেষে গরীব অসহায় ৫০০ শতাধিক শীতার্থ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তৃতা করেন।