মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ধানাদ ইসলাম দীপ্ত কর্তৃক উজানচর কে, এন উচ্চ বিদ্যালয়ের ১২শত শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘‘কারাগারের রোজনামচা’’বই বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উজানচর কে এন উচ্চবিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল -রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)-এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগম,বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, বাঞ্ছারামপুর পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন সন্মানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির ছেলে ধানাদ ইসলাম দীপ্ত,বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক বাবুল নানা, কৃষি বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান উজ্জ্বল, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কমিশনার ভূমি শুভাশীষ চাকমা, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহম্মেদ সাধারণ সম্পাদক মো.আলা উদ্দিন সরকার,বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেন আহমেদ আমান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আ.রাজ্জাক,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.তফাজ্জল হোসেন তাজ মিয়া, সাধারণ সম্পাদক মো.সেলিম মিয়া,উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.তাজুল ইসলাম ছোট তাজ, উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী এসময় উপস্থিত ছিলেন।