মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া(প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামের প্রবাসীদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও নারীদের মাঝে ঈদের শাড়ি বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে খাল্লা গ্রামের প্রবাসীদের সংগঠন “মাতৃছায়ার” উদ্যোগে এসব সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মির্জা শফিকুল ইসলাম স্বপন। এসময় খাল্লা গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাতৃছায়া সংগঠনের পক্ষে ইফতার সামগ্রী ও শাড়ি বিতরনে সহযোগিতা করেছেন সংগঠনের সভাপতি ও আমেরিকা প্রবাসী মো: মাসুদ রানা, কুয়েত প্রবাসী মো: দুলাল মিয়া, মো: বাদল প্রধান, ইটালি প্রবাসী মাসুদ রানা, সৌদিআরব প্রবাসী মো: দেলু শিকদার, কুয়েত প্রবাসী মো: সবুজ মুন্সী, দুবাই প্রবাসী মো: বশির আহমেদ, সৌদিআরব প্রবাসী মো: আনারুল ও মো: সুজন মুন্সী।
প্রবাসীদের উদ্যোগে খাল্লা গ্রামের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদের কাপড় দেওয়ার ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এসব সামগ্রী পেয়ে দরিদ্র মানুষেরা বেশ খুশি হয়েছেন। আলোচনা সভায় বক্তারা, মাতৃছায়া সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে সংগঠনের সেবামূলক কাজের বেশ প্রশংসা করেন।