বাজারে চাল, পেঁয়াজ ও আলুর দাম কমছেই না। গত অক্টোবর মাসের শেষদিকে পেঁয়াজ-আলুর দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে যথাক্রমে ১৫০ ও ৭০ টাকায়। এর সঙ্গে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে চালের চড়া দাম।
দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। এদিকে চড়া পেঁয়াজের দামও। পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশি জাত বিক্রি হচ্ছে ১৬০ টাকায় আর আমদানি পেঁয়াজের দাম রাখা হচ্ছে ১২০-১৩০ টাকা।
আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ২ মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এর প্রভাব বাজারে দেখা যায়নি। বরং দাম দিন দিন বেড়েই চলছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে গত বুধবার এনবিআর পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ককর সম্পূর্ণ করেছে। শুল্ক ছাড়াই বিপুল পরিমাণ পেঁয়াজ দেশে আসলেও বাজারে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ নেই।
মোটা চাল কেজিপ্রতি ৫৭ টাকা, মিনিকেট ৭৩, আটাশ চাল ৬১, কাটারি নাজির ৮০, লাল আমন চাল ৯০ , সুগন্ধী চিনিগুড়া পোলাও চাল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
কমছে সবজির দাম
গত সপ্তাহের তুলনায় আজকে বেশ কিছু সবজিরই দাম কমেছে। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও সবজির দাম এখনও সহনীয় পর্যায়ে আসেনি। আজকের বাজারে নতুন আলু প্রতি কেজি ১৮০ টাকা, ভারতীয় টমেটো কেজি ১৪০-১৫০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, শিম ১০০- ১২০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৮০-১০০ টাকা, কালো গোল বেগুন ১২০-১০০ টাকা, শসা ৬০-১০০ টাকা, উচ্ছে ১০০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটোল ৬০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ধনেপাতা ২০০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা করে।
এক্ষেত্রে দেখা যায়, প্রতি কেজিতে শিমের দাম কমেছে ২০-৪০ টাকা, লম্বা বেগুনের দাম কমেছে ২০ টাকা, কাঁকরোলের দাম কমেছে ২০ টাকা, মুলার দাম কমেছে ১০ টাকা, পটোলের (দেশি) দাম কমেছে ৪০ টাকা, ধুন্দলের দাম কমেছে ২০ টাকা, ঝিঙার দাম কমেছে ২০ টাকা, মিষ্টি কুমড়ার দাম কমেছে ১০ টাকা।
তবে প্রতি কেজি দেশি শসার দাম বেড়েছে ২০ টাকা, উচ্ছের দাম বেড়েছে ২০ টাকা, করলার দাম বেড়েছে ১০ টাকা, ধনে পাতার দাম বেড়েছে ৫০ টাকা, চাল কুমড়ার দাম বেড়েছে ২০ টাকা, ফুলকপির দাম বেড়েছে ১০ টাকা। এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম