এইচ এম মইনুল ইসলাম (বাগেরহাট প্রতিনিধি),
বাগেরহাটের সাইনবোর্ড মোরেলগঞ্জ-রায়েন্দা-বগী আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ
স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার ১১ ফেব্রুয়ারি দিন ব্যাপি সড়কের
কচুয়া উপজেলার কাঠালতলা থেকে মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়িয়া পর্যন্ত অভিযান
পরিচালিত হয়। এসময় সড়কের জায়গায় থাকা অবৈধ পাকা, আধাপাকা স্থাপনা উচ্ছেদ ও ১৯
কিলোমিটার সড়কের পাশে রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ খুলনা অঞ্চলের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত
মেহনাজের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার ১১ ফেব্রুয়ারি দিন ব্যাপি সড়কের
কচুয়া উপজেলার কাঠালতলা থেকে মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়িয়া পর্যন্ত অভিযান
পরিচালিত হয়। এসময় সড়কের জায়গায় থাকা অবৈধ পাকা, আধাপাকা স্থাপনা উচ্ছেদ ও ১৯
কিলোমিটার সড়কের পাশে রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ খুলনা অঞ্চলের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত
মেহনাজের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
কামরুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদসহ
ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগ, খুলনা অঞ্চলের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত
মেহনাজ বলেন সড়কটির দুপাশে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আমরা সকল অবৈধ স্থাপনা
উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করছি। এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য
মাইকিং করেছিল।এলাকাবাসি এই অভিযানকে স্বাগত জানিয়ে মনিটরিংয়ের ব্যবস্থার দাবী
জানান।