রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান।
জো বাইডেন বলেন, ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল শুভকামনা জানাই। পবিত্র এই মাসটি নিজেকে নতুন করে গড়ার, দাতব্য কাজ, ইবাদত এবং সমৃদ্ধির সময়। আমরা আপনাদের সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও স্মরণ করেছেন জো বাইডেন। তিনি বলেন, আমরা তুরস্ক এবং সিরিয়ার জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। একই সঙ্গে পাকিস্তানের জনগণের পাশেও আমরা থাকব।
বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস, আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার মাধ্যমে এই মাস শুরু এবং শেষ হয়। এ মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, উপবাস, প্রার্থনা এবং দাতব্য দান করার সময়। এ মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর পরিবার এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। ইফতার শেষে তারা নামাজ আদায় করেন।
ট্রুডো বলেন, রমজান সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয়। রমজানের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি এবং আমি যারা একটি আশীর্বাদপূর্ণ এবং শান্তিপূর্ণ রমজান উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন