মেয়েদের সাফ চ্যাম্পিয়নিশপের ফাইনালে ওঠার লক্ষ্যে অপ্রতিরোধ্য বাংলার বাঘিনীরা আজ (২৭ অক্টোবর) দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।
ম্যাচের প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ফেলে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। বিশাল জয়ের পথে ফরোয়ার্ড তহুরা খাতুন করেন হ্যাটট্রিক। জোড়া গোল করেন সাবিনা খাতুন। একটি করে গোল করেন ঋতুপর্ণা ও মাসুরা পারভিন।
ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল পায় বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান ঋতুপর্ণা চাকমা। ম্যাচের এগিয়ে গিয়েও আক্রমণ অব্যাহত রাখে বাংলার মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। চমৎকার ড্রিবলিংয়ে বল নিজের কন্ট্রোলে নেন তহুরা। এরপর ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান তিনি।
এরপর স্কোরশিটে নাম লেখান অধিনায়ক সাবিনা। তহুরার পোস্টের সামনে বাড়িয়ে দেওয়া বলে ২৫ মিনিটে শট নেন অধিনায়ক সাবিনা খাতুন। দুর্ভাগ্যজনকভাবে বল বারে লেগে ফেরে। পরের মিনিটেই অবশ্য তিনি আক্ষেপ মেটান। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে দারুণ ক্ষিপ্রতায় বল কেড়ে নেন মনিকা চাকমা। তিনি ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে সাবিনার দিকে বল বাড়ান। বাঘিনীদের অধিনায়ক ডান পায়ের টোকায় বল জালে পাঠিয়ে দেন।
ম্যাচের ২৬ মিনিটে ডান দিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে জালে জড়ান তিনি। এরপর ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। আবারও ডি বক্সের বাইরে থেকে গোল করেন তিনি। এরপর ম্যাচের ৩৭ মিনিটে ফের গোল করে সাবিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে টেনে গোলরক্ষককে কাঁটিয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৪১ মিনিটে এক গোল শোধ করে ভুটান। তারপরও প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
আগামী বুধবার একই ভেন্যুতে শিরোপা ধরে রাখার মিশনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে সাবিনা-মারিয়াদের প্রতিপক্ষ হবে স্বাগতকি নেপাল কিংবা আসরের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এ দল দু’টি আজ সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম