বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটরে ওপর হস্তক্ষেপ করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে। যদিও পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেয় হয় তাদের। আর তাতেই ২০২৪ সালের ক্রিকেট প্ল্যান চূড়ান্ত করেছে এসএলসি।
লঙ্কানদের এই সূচিতে দেখা যায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে তারা। বুধবার (২৯ নভেম্বর) ২০২৪ সালের ফিউটার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলঙ্কার নতুন বছর শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম মুখোমুখি হবে জিম্বাবুয়ের। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লঙ্কানরা।
পরের মাসেই বিদেশ সফর করবে শ্রীলঙ্কা। তাদের প্রথম সফর বাংলাদেশে। ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে লঙ্কানরা। অর্থাৎ, বাংলাদেশ সফর দিয়ে নতুন বছরের অ্যাওয়ে সিরিজ শুরু করবে দলটি।
আগামী বছরের জুন-জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মেন্ডিস-সামারাবিক্রমারা। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে ২ টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আর অক্টোবরে দ্বীপরাষ্ট্রে গিয়ে খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম