ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানেই দর্শক মনে থাকে আলাদা উত্তেজনা। ভারত-পাকিস্তান ম্যাচের মতোই এখন বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে তৈরি হয় তুমুল আলোচনা।
তবে বড় টুর্নামেন্ট ছাড়া সচরাচর এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের খুব বেশি দেখা মেলেনা।
সর্বশেষ ২০১৯ সালে ভারতে সিরিজ খেলতে গিয়েছিল টাইগাররা এবং ২০১৫ সালের পর আর বাংলাদেশে সফরে আসা হয়নি রোহিত-কোহলিদের।
এরপর সাত বছর কেটে গেলেও দেশের মাটিতে ভারতের বিপক্ষে খেলা হয়নি টাইগারদের। অবশেষে সে অপেক্ষাও ফুরালো এফটিপি সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে ভারতের জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভারতের বাংলাদেশ সফরের সূচি জানিয়েছে বিসিবি।
সবঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর ঢাকায় আসবেন কোহলি-রোহিতরা। এরপর ৪ ডিসেম্বর মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। মিরপুরে তৃতীয় এবং সিরিজের শেষ ওয়ানডেটি হবে ১০ ডিসেম্বর। এরপরই প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে দুইদল। সেখানে জহুর আহমেদ স্টেডিয়ামে ১৪ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ২২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে মিরপুর স্টেডিয়ামে। সিরিজ শেষের পরদিন অর্থাৎ ২৭ ডিসেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টিম ইন্ডিয়া।
মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ভারত দ্বিতীয় সারির দল পাঠালে অবাক হওয়ার কিছু থাকবে না
সিরিজে অনুষ্ঠিত তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তাই মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ভারত দ্বিতীয় সারির দল পাঠালে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০১৪ সালেও ধোনি, কোহলিকে বিশ্রাম দিয়ে রায়নাকে অধিনায়ক করে উথাপ্পা, স্টুয়ার্ট বিনিদের ঢাকায় পাঠিয়েছিল বিসিসিআই। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।