ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে আশা করি।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রতি ভারতের আক্রমণাত্মক আচরণ বাড়তে থাকা নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।
এছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া সফরে গেলেও বাংলাদেশ ও পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। তার জবাবে মিলার বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন। তিনি আরো জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।
আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি