করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য কনস্টেবল মোঃ আলমগীর হোসেন (৫৫) গত ০৮ জুন, ২০২০খ্রিঃ রাত ১২:৩০ ঘটিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এ নিয়ে বাংলাদশে পুলিশের মোট ১৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।
কনস্টেবল মোঃ আলমগীর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীনে হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। গত ০৮ জুন, ২০২০খ্রিঃ রাত ১২:৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।