ওয়ানডে বিশ্বকাপের আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ শেষে ভারতে পা রাখবে দল দুটি।
বিশ্বকাপ শেষে আরেক দফায় বাংলাদেশে আসবে কিউইরা। খেলবে দুটি টেস্ট। কিউইদের প্রথম দফার ওয়ানডে সিরিজ সামনে রেখে এরইমধ্যে বাংলাদেশে পৌঁছেছে কিউইরা। ইতোমধ্যেই যার সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকার মিরপুরে। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। যা শুরু হবে দুপুর দুটায়। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজি টেলিভিশন। সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ডাচ বাংলা ব্যাংক।
ওয়ানডে সিরিজ শেষে ঢাকা থেকেই ভারত বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হবে কিউইরা। যেখানে আগামী ৫ অক্টোবর আসরের উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে। তবে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ, পেস অলরাউন্ডার সৌম্য সরকার ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ওয়ানডের সূচি :
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম ওয়ানডে | ২১ সেপ্টেম্বর | দুপুর ২টা | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম |
দ্বিতীয় ওয়ানডে | ২৩ সেপ্টেম্বর | দুপুর ২টা | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম |
তৃতীয় ওয়ানডে | ২৬ সেপ্টেম্বর | দুপুর ২টা | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম |
বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই টেস্টের সূচি :
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম টেস্ট | ২৮ নভেম্বর-২ ডিসেম্বর | সকাল ৯টা | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
দ্বিতীয় টেস্ট | ৬ ডিসেম্বর-১০ ডিসেম্বর | সকাল ৯টা | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম |
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম