আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। তার আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেয়েছে টাইগ্রেসরা।স্কটল্যান্ডের লচল্যান্ডসে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডসের নারীরা। ওপেনার স্টেলে ক্যালিসের ১৯ রান ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি।বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ১৬.৫ ওভারে দলটি গুটিয়ে যায় ৫১ রানে। লাল-সবুজদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও শায়লা শারমিন। একটি করে উইকেট তুলেছেন সালমা খাতুন ও জাহানারা আলম।জবাবে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের দুই ওপেনার। ২৭ বলে ২৪ রান করেন সানজিদা ইসলাম। অন্যদিকে ১৩ বলে ১৮ রান করেন আয়শা রহমান।বাছাই পর্বে গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ। ৩১ আগস্ট প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ১ সেপ্টেম্বর সালমা-জাহানারা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের নারীদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে আয়াল্যান্ড, থাইল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস।গ্রুপ এ ও বি থেকে সেরা দলগুলো গ্রুপ পর্ব পাড় করে সেমিফাইনাল ও ফাইনাল খেলবে। দুই ফাইনালিস্ট আগামী বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে হতে চলা নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।