জাতীয় ডেস্কঃ চলতি বছর ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) পরিচালিত জাতিসংঘের ই-গভর্নমেন্ট জরিপে বাংলাদেশ ইপি ও ইজিডি সূচকে এগিয়েছে যথাক্রমে ২০ ধাপ ও ৮ ধাপ। প্রতি দুই বছর পরপর এ সূচক প্রকাশ করে সংস্থাটি।
জরিপ থেকে জানা গেছে, ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স বা ইজিডিআই-এ ০ দশমিক ৫৬৩০ স্কোর করে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১১১তম স্থান অর্জন করেছে। এছাড়া ০ দশমিক ৫২২৭ স্কোর করে ই-পার্টিসিপেশন সূচকে বা ইপিআইতে ৭৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে ২০২০ সালের জরিপে ইজিডি সূচকে ০ দশমিক ৫১৮৯ স্কোর করে ১১৯তম এবং ইপিআইতে ০ দশমিক ৫৭১৪ স্কোর করে ৯৫তম অবস্থানে ছিল বাংলাদেশ।
জরিপে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছরের বৈশ্বিক সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বব্যাপী ই-পার্টিসিপেশনে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০২০ সালের চেয়ে ২০ ধাপ এগিয়ে শূন্য দশমিক ৫২২৭ স্কোর নিয়ে ই-পার্টিসিপেশন বা ইপিআইতে বাংলাদেশের অর্জন ৭৫তম স্থান। তবে ইপিআইতে বাংলাদেশ ২০১৮ সালে শূন্য দশমিক ৫৭১৪ স্কোর নিয়ে আরও ভালো ৫১তম অবস্থানে ছিল।
প্রসঙ্গত, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট (ইজিডি) সূচকে অনলাইন পরিষেবা সরবরাহ, আইনি ও নীতিগত কাঠামো, ই-পার্টিসিপেশন অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো ও মানবসম্পদের মূল্যায়ন করা হয়। আর স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে শীর্ষে থাকা বাংলাদেশ সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে এবং পরপর দুটি জরিপে বাংলাদেশ উচ্চ ইজিডিআই গ্রুপে রয়েছে। অনলাইন সেবা প্রদানে বাংলাদেশ শূন্য দশমিক ৬৫২১, টেলিযোগাযোগ অবকাঠামোয় শূন্য দশমিক ৪৪৬৯ ও মানবসম্পদে শূন্য দশমিক ৫৯০০ স্কোর পেয়েছে।