৭২ ঘণ্টার ব্যব্ধানে ফের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের ভূ-খণ্ড। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫.২।
আজ রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এই ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে। যার রিখটার স্কেলে মাত্রা ছিলো ৫। এর ফলে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪২ কিলোমিটার দূরে। তবে এ ভূকম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।এছাড়া গত ২৮ এপ্রিল বাংলাদেশের রাজশাহী অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর আগে ২০ এপ্রিল চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৭। গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৭ মিনিটে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল পাবনা জেলার আটঘরিয়া।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি