বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা অনেক। অন্য কোন দেশে এত দল আছে কিনা জানিনা। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগই সংগঠিত আর নেতা শেখ হাসিনাই । আওয়ামী লীগ ছাড়া আরও দু’টি দল সরকার পরিচালনা করেছে তবে, তাদের উত্থান ঘটেছিল সামরিক ছাউনিতে। তাদের আচার আচারনও ছিল সামরিক বাহিনীর মতই। ৯০ সালে বেগম জিয়া ক্ষমতায় এসে কিছুটা ভিন্নতা দেখালেও শেষটা ভাল হয়নি। জন বিক্ষোভে ধিকৃত হয়েছেন মাগুরার নির্বাচনে কারচুপির কারনে। এরশাদের ৯ বছর ছিল শৈরশাসন। জেনারেল জিয়াও সামরিক পোশাকেই ক্ষমতায় বসেছেন আর গোয়েন্দা দিয়ে দল গঠন করেছেন। গনমানূষের সম্পৃক্ততা ছিলনা তাই গনভিত্তি গড়ে উঠেনি বি এন পি তেও। যে কারনে জামাতের মত নিষিদ্ধ ঘোষিত স্বাধীনতা বিরোধী দলকেও পুনর্ঘঠিত করেছে বি এন পি। জেনারেল জিয়া কিছুদিন ভেল্কিবাজি দেখালেও উদ্দেশ্যটি গোপন থাকেনি। বংগবন্ধুকে আড়াল করে নীজের নামে ইতিহাস বানাতে চেয়েছিলেন জিয়া। দেশের মৌলিক নীতি পরিবর্তন করে ধর্মের নামে রাজনীতি করেছেন পাকিস্তানের মত। নির্মম হত্যাকান্ডে জিয়ার মৃত্যুর পর বেগম জিয়া দলের নেতা হয়ে স্বামির পথেই হেঁটেছেন। ক্ষমতায় গিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছেন বিরোধীদলের উপর। ক্ষমতায় বসে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এরশাদের মত। এতিমের টাকাও আত্নসাৎ করে সাজাপ্রাপ্ত হয়েছেন আদালতের রায়ে। এখন প্যরোলের ৬ মাসের সাজা মওকুফ নিয়ে বাড়ীতে। সাজাপ্রাপ্ত হয়ে মা ছেলে দুজনেই এখন নির্বাচনের অযোগ্য।
৯ বছর ক্ষমতায় থেকে এরশাদ ছিলেন স্বৈরাচার। এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টিও এখন নেতৃত্ব সংকটে। সংসদে প্রতিনিধিত্ব থাকলেও দলীয় রাজনীতিতে জাতীয় পার্টি নেতৃত্বহীন। আওয়ামী লীগ বড় দল হলেও নেতৃত্ব নেওয়ার মত নেতা নেই। শেখ হাসিনাই একমাত্র নেতা যার গ্রহনযোগ্যতা আছে দল এবং দেশবাসীর কাছে। শুধু জাতীর জনকের কন্যা হিসাবে নয়, কর্ম দক্ষতা আর সততায় বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন কর্মপরিকল্পনায়। একটি দরিদ্র দেশকে উন্নত দেশের কাতারে এনে দিয়েছেন শেখ হাসিনা। বর্তমান করোনার মহামারিতেও যোগ্যতা দেখিয়েছেন সরকার প্রধান হিসাবে। একমাত্র শেখ হাসিনাই দেশের অবিসংবাদিত নেতা যার উপর দেশবাসি ভরসা করে এবং শেখ হাসিনার নেতৃত্বেই দেশ করোনামূক্ত হবে ইনশাল্লাহ। ইদানিং শোস্যাল মিডিয়াতে লেখালেখি করেন অনেকেই। অনেককেই দেখি সরকারের সমালোচনা করেন তীব্র ভাষায়। মিথ্যা সংবাদও প্রচার করেন অনেকে। সমালোচনা প্রত্যাশিতও কিন্তু অহেতুক আর অসত্য সমালোচনা কোনভাবেই কাম্য নয়। জ্ঞানগর্ভ সমালোচনা দেশ ও জাতীকে সমৃদ্ধ করে। সবিনয়ে জানতে চাই কোন বিষয়টি ভুল হয়েছে তা পরিস্কার করে লিখুন। দেশের আর মানূষের কল্যানে সত্য লিখুন আর সৎ পরামর্শ দিন। শুধুমাত্র রাজনৈতিক সুযোগ নিতে দেশবাসিকে উষ্কে দিবেননা প্লিজ।
আজিজুর রহমান প্রিন্স
রাজনীতিবিদ, লেখক ও গবেষক
টরেন্টো, কানাডা
১৮ মে ২০২০।