গেলো আগস্ট মাসে বাংলাদেশের পুঁজিবাজার বিশ্বসেরা খেতাব পেয়েছে ।
এই মাসে বাংলাদেশের পুঁজিবাজার সারাবিশ্বের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিলো। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনাম থেকেও অনেক এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএলের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে দেখা গেছে, গত আগস্টে বাংলাদেশের শেয়ারবাজারে ৫ দশমিক ৮ শূন্য শতাংশ উত্থান হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামের উত্থান হয়েছে ১০ দশমিক ৪ শূন্য শতাংশ।
আরো বলা হয়, মে মাসের শেষে শেয়ারবাজারে পুনরায় লেনদেন চালুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২০ শতাংশ বেড়েছে।
এদিকে, ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনার মধ্যে বাংলাদেশের এ পারফরমেন্স এশিয়ার পাশাপাশি সারা বিশ্বে সেরা।