লন্ডনের মেয়র প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী মোজাম্মেল হোসেনের নাম এসেছে। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এমন একটি শীর্ষ পদের জন্য ক্ষমতাসীন দল কনজারভেটিভ (টোরি) পার্টির প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৩ জুন) লন্ডনের আসন্ন মেয়র নির্বাচনে সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করেন টোরি পার্টির নীতিনির্ধারকরা। সংক্ষিপ্ত সেই তালিকায় মোজাম্মেল হোসেনের নাম রয়েছে। বাকি দুজন হলেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা সুসান হল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও প্রযুক্তি ব্যবসায়ী ড্যানিয়েল করস্কি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোজাম্মেল হোসেনের জন্ম বরিশালের একটি মাটির দেয়াল আর টিনের ছাদের ঘরে। ৮ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। লন্ডনে এসেছিলেন ২১ বছর বয়সে পড়তে এবং তখনই জীবনে প্রথম বিমানে চড়েছিলেন। সেই মোজাম্মেল হোসেন এখন ব্রিটেনের নামকরা ক্রিমিলাল ব্যারিষ্টারই না শুধু, তিনি কিং কাউন্সেল একই সাথে সরকারি দল কনজারভেটিভের আগামী লন্ডন মেয়র প্রার্থীদের শর্ট লিস্টে ৩ জনের ১ জন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি