বাংলাদেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।
এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।
ওমান ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান এবং মাসকাট ডেইলির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আরওপি জানিয়েছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করা হয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম