আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশসহ ৩০ দেশে সাড়ে পাঁচ কোটি টিকা বিতরন করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। টিকা বিতরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের আওতায় এ সকল দেশে সাড়ে পাঁচ কোটি টিকা বিতরন করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর চলতি জুন মাসেই এসব টিকা বিতরণ করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, এশিয়ার জন্য এক কোটি ৬০ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে।
অন্যদিকে, আঞ্চলিক অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে এক কোটি ৪০ লাখ ভ্যাকসিন। সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র সে দেশের মজুত থেকে যে টিকা সরবরাহ করবে, তা হবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত। তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে এবং সবুজসংকেত পেলে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকাও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সাড়ে পাঁচ কোটি টিকা বণ্টন হবে যেভাবে-
কোভ্যাক্সের মাধ্যমে
• লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল (প্রায় ১ কোটি ৪০ লাখ ডোজ পাবে): ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, ইকুয়েডর, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে, গুয়েতেমালা, এল সালভাদর, হণ্ডুরাস, হাইতি এবং অন্যান্য ক্যারিবীয় দেশ, ডোমিনিকান রিপাবলিক, পানামা এবং কোস্টারিকা।
• এশিয়া (প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ পাবে): ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ।
• আফ্রিকা (প্রায় ১ কোটি ডোজ পাবে): আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে এই অঞ্চলের দেশগুলো বাছাই করা হবে।
সরাসরি বিতরণ
• কলম্বিয়া, আর্জেন্টিনা, হাইতি, অন্যান্য ক্যারিবীয় দেশ, ডোমিনিকান রিপাবলিক, কোস্টারিকা, পানামা, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, কেপ ভার্দে, মিসর, জর্ডান, ইরাক, ইয়েমেন, তিউনিসিয়া, ওমান, পশ্চিম তীর, গাজা, ইউক্রেন, কসোভো, জর্জিয়া, মোলদোভা এবং বসনিয়া।
সূত্র: রয়টার্স।