দেশে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠায় ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি বিনিয়োগের কার্যকারিতা, বেসরকারি খাত উন্নয়ন এবং সরকারি প্রতিষ্ঠানের সংস্কারে এই অর্থ খরচ করা হবে।
এদিন রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে অফিসার্স ইনচার্জ জিংবো নিং স্বাক্ষর করেন। ঋণ চুক্তির আওতায় নীতি সংস্কারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং বেসরকারি খাতের উন্নয়নে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি বাংলাদেশকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এডিবি এ পর্যন্ত বাংলাদেশকে ৩২ হাজার ৪৯৭ মিলিয়ন ডলার ঋণ এবং ৫৭১.৩ মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে।
আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:১৫ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি