স্পোর্টস ডেস্কঃ টাইগার বোলারদের জন্য হতাশার এক সেশন কাটল টেস্ট জয়ের ম্যাচের আজ চতুর্থ দিন। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লাঞ্চ বিরতিতে গেল শ্রীলঙ্কা। আর লাঞ্চের আগে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট ১৩৭ রান। বাংলাদেশের বিপক্ষে ৮ রানের লিড নিয়েছে তারা।
বাকি থাকা ৮২ রান তুলে লিড নিলো লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকাতে সফরকারীদের খোয়া গেছে কেবল ৫টি উইকেট। চতুর্থ দিনে বাকি থাকা ৮২ রান তুলতে খেলতে হয়েছে ৩০ ওভার। খেলা শুরু হয়েছে নির্দিষ্ঠ সময়ের আধা ঘণ্টা আগে। গতকাল তৃতীয় দিনে খেলা হতে পারেনি দেড় সেশন। বৃষ্টি বিঘ্নিত দিনে খেলা হয়েছিল কেবল ৫১ ওভার। এদিন ৫ উইকেটে ২৮২ রান তুলেছিল সফরকারীরা।
লাঞ্চ বিরতির আগে অপরাজিত থাকা দুই ব্যাটার ম্যাথুস ও চান্ডিমালের জুটি থেকে এসেছে ১০৩ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা ম্যাথুস অপরাজিত আছেন ৯৩ রানে। চান্ডিমালও তুলে নিয়েছেন অর্ধশতক (৫৮*)। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।
উল্লেখ্য, গতকাল বুধবার বৃষ্টির কারণে একটি সেশন নষ্ট হওয়ায় এদিন খেলা শুরু হয় ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায়।