পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
বুধবার (৩০ অক্টোবর) সকালে সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পরস্পর সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভলকার টুর্ক বলেন, আজকের বৈঠকে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।
তিনি আজ সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। টুর্ককে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম