প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির সময়ে সবার আগে বিশ্বে ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তাদের তৈরি ‘স্পুটনিক-৫’ নামে সেই ভ্যাকসিন সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে বাংলাদেশে টিকা দিতে আগ্রহী রুশ সরকার।
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখনই টিকা উৎপাদনে সক্ষম কি না, তা জানতে চেয়েছে রাশিয়া সরকার। এতে তারা অনুমতি দেবে বলে জানিয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, দক্ষিণ কোরিয়া কোভিড পরীক্ষার জন্য দুটি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টের জন্য বাংলাদেশকে কিট সহায়তা দেবে।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম গতকাল সোমবার মানিকগঞ্জ স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ চীনের উৎপাদিত ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদনও দেওয়া হয়েছে। মানবতার সেবায় স্ব-প্রণোদিত হয়ে যারা এগিয়ে আসবে শুধুমাত্র তাদেরকে করোনা ভ্যাকসিন ট্রায়ালে সম্পৃক্ত করা হবে। জোর করে কাউকে আনা হবে না।