মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বাংগরায় ৩০ কেজি গাঁজাসহ মোঃ মুজাহিদ চৌধুরী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বাংগরা বাজার থানা পুলিশ। জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খৈয়াখালী ও দৌলবাড়ি বাজারে কালভার্টের উপর থেকে বাংগরা বাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, গত ১৯/১১/২০২২ ইং রাত ১১.৩৫ মিঃ এসআই মোহম্মদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খৈয়াখালী ও দৌলবাড়ি বাজারে কালভার্টের উপর অস্থায়ী চেক পোষ্ট করাকালে ১ (এক) টি ঢাকা মেট্রো-গ-২৬-১২১১ সিলভার কালারের AXIO-X প্রাইভেট কার চালিয়ে পোষ্ট অতিক্রম করাকালে গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেয়। তখন উল্লেখিত প্রাইভেট কারের চালক প্রাইভেট কারটি থামায় এসআই মোহম্মদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় একজনকে আটক করিলেও অপর ১ জন দৌড়িয়ে পালিয়ে যায়।
অতপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী মোঃ মুজাহিদ চৌধুরী (২৯) এর চালিত ও নিয়ন্ত্রনে থাকা ঢাকা মেট্রো-গ-২৬-১২১১ সিলভার কালারের AXIO-X প্রাইভেট কার তল্লাশী করিয়া বর্ণিত প্রাইভেট কারের বেক ডালার ভিতর বিশেষ কায়দায় ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা বিশেষভাবে মোড়ানো ১৫টি পোটলা (মাদকদ্রব্য) গাঁজা, প্রতি পোটলায় ০২(দুই) কেজি করিয়া সর্বমোট (২×১৫)= ৩০(ত্রিশ) কেজি (মাদকদ্রব্য) গাঁজা ও এক টি সিলভার কালারের প্রাইভেট কার উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আটককৃত আসামী মোঃ মুজাহিদ চৌধুরী (২৯) গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার খানার পাড় চৌধুরী বাড়ির মনজেল চৌধুরীর ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেছেন, আটককৃত মুজাহিদ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রবিবার সকালে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।