স্থবির হয়ে গেছে পৃথিবী। অজানা শঙ্কায় মানূষ থেমে গেছে। মৃত্যু ভয় আর অনিশ্চিত ভবিষ্যত নির্বাক এখন মানবতা। মৃত্যুর মিছিলে কার কখন ডাক আসে কেউ জানেনা। শতাব্দীর মর্মান্তিক ভয়াবহতায় বিজ্ঞানও অকার্যকর। নিত্য অসহায় মানবতা নির্বাক সর্বত্র। সমুদ্রের সাইক্লোন কিংবা সোনামিও তুচ্ছ অদৃশ্য সঙ্কায়। সৈকতে ভেজা বালুচর শুন্য লোকালয় হাহাকার করে ভয়ার্ত ভাবনায়। প্রেয়সীর কাকনের শব্দ মাতাল করে না হৃদয়। নীল নিস্তব্দ রজনী কাটে ভাবনার লতা পাতায়। আনবিক শক্তির হুঙ্কার নেই সভ্যতা নির্লুপ্ত গহীন অরন্যে ভুতুরে শব্দের চিৎকারে। এ কোন পৃথিবী জানিনা। তবে কি মহাপ্রলয় অত্যাসন্ন ধ্বংসের দামামা বাজিয়ে বিশ্বময়!
স্রষ্টার সৃষ্টি নিঃশেষে প্রলয়সম অবিরাম। এক ফোটা জল চেয়ে চাতক যেমন আস্ফালন করে খড়া চৈত্রায়, আজ মানবতা কাদে বেচে থাকার বন্দনায়। তবুও থেমে নেই লাশ বিশ্বময়। একি তবে অভিশাপ ভ্রমান্ডে এবার? রক্ষা করো বিধাতা ক্ষান্ত হও এবার প্রার্থনা মাগি তোমারই কাছে। আবার তুমি স্বচল করো পৃথিবী এমন বিপর্যয় দেখেনি আগে। নত শিরে স্রোষ্টা তুমি বান্দা তোমারই নানা রঙে মুক্তি চাই – বাঁচতে চাই। বিলাস ভুবন জীর্ন হয়ে গেছে বিমুর্ত মানবতা অভিন্ন এখন প্রার্থনা – বাঁচতে চাই।