নীলফামারীর চিলাহাটি জামে-উল-উলুম ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যাপক ইলিয়াস হোসেনকে ফিরিয়ে আনতে মাদ্রাসার কয়েকজন ছাত্র-ছাত্রী মানববন্ধন ও অধ্যক্ষের কাছে প্রতিবাদ। বৃহস্পতিবার দুপুরে মানববন্ধনের ব্যানার নিয়ে অধ্যক্ষের কক্ষের সামনে তারা এ প্রতিবাদ জানান। এ সময় মাদ্রাসার ছাত্রসমাজ ও বৈষম্য বিরোধী ছাত্ররা এগিয়ে আসলে অধ্যাপকের লেলিয়ে দেওয়া ছাত্ররা পালিয়ে যায়। মাদ্রাসার মূল ঘটনা কি ধামাচাপা দিতে একটি স্বার্থন্বেষী মহল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের দুই ভাগে বিভক্ত করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টায় চালিয়ে যাচ্ছে। উক্ত ঘটনা নিয়ে গোটা এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, চিলাহাটি জামিউল উলুম ফাজিল মাদ্রাসায় জাকির হোসেন অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকে মাদ্রাসার নামীয় ৪৪ বিঘা জমি, ২টি মোবাইলের টাওয়ার, ১০ টি দোকান ঘরের ভাড়ার টাকা ও মাদ্রাসার বিভিন্ন ফান্ডের টাকার গরমিল চলে আসছে। বিভিন্ন সময় ম্যানেজিং কমিটি মাদ্রাসার হিসাব চাইলে অধ্যক্ষ তালবাহানা দেখিয়ে কাল ক্ষেপণাস্ত করে আসে। এদিকে দিন দিন মাদ্রাসাটির শিক্ষার পরিবেশ বেহাল দশায় পরিণত হয়। মাদ্রাসাটির সার্বিক দিক তুলে ধরে কয়েক দিন থেকে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সভা সমাবেশ করে আসছে। আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের কাছে ৮ দফা দাবি পেশ করে। অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের দাবি যৌক্তিক বলে সকল দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই মধ্যে মাদ্রাসার সহকারি অধ্যাপক একেএম ইলিয়াস হোসেন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে।
এরই প্রতিবাদে পুনরায় রবিবার দুপুরে শিক্ষা অনুপযোগী শিক্ষক, ছাত্র নির্যাতনকারী স্বেচ্ছাচারিতা কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী প্রতিবাদী ষড়যন্ত্রকারী স্বেচ্ছাচারী মনোভাবের প্রতিবাদে ছাত্রছাত্রীরা মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বাজার পদক্ষেপ শেষে মাদ্রাসা গেটে মানববন্ধন পালন করে। তোপের মুখে পড়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন লিখিতভাবে সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেনকে দুই বছরের জন্য বহিষ্কার করে।
এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ইলিয়াস হোসেনের অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবিতে কয়েকজন ছাত্র-ছাত্রী দিয়ে বুধবার মাদ্রাসা চত্বরে একটি মানববন্ধন পালন করে। ছাত্র-ছাত্রীদের লেলিয়ে দিয়ে পালটা মানববন্ধন পালন করায় মাদ্রাসার ছাত্রসমাজ, অভিভাবক মহল ও সুধী সমাজের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১০ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি