আজ সোমবার (১৯ আগস্ট) সকাল ১২টা থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সেের স্বৈরাচারী নিয়মকানুনের বিরুদ্ধে আন্দোলন ও শান্তিপূর্ণ মানববন্ধন চলছে।
আন্দোলনকারীরা কয়েকদফা দাবি নিয়ে সকাল ১১টা থেকেই বসুন্ধরা সিটি কমপ্লেক্সেের সামনে জড়ো হতে শুরু করে। ধীরে ধীরে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে স্বৈরাচারী নিয়মকানুনের বিরুদ্ধে নিজেদের স্লোগান দিতে থাকে শপিংমলটির মোবাইল দোকানের শত শত মালিক ও কর্মচারীরা।
আন্দোলনে বিক্ষোভকারীরা দাবি করেন, মার্কেটের ইনচার্জ স্বৈরাচারী আচরণ করে ব্যবসায়ীদের জিম্মি করে আসছিলেন। দোকানের অতিরিক্ত ভাড়া আদায় ও নামে-বেনামে বিভিন্ন চার্জের নাম করে মোটা অংকের টাকা আদায় করে আসছিলেন। এতে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
এসময় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সরকারি সকল ছুটিতে মার্কেট বন্ধ, মোবাইল ফ্লোরের ভাড়া কমানো, ইনচার্জের পদত্যাগ, সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মার্কেট খোলা সহ আনুষাঙ্গিক কয়েক দফা দাবি তোলে বিক্ষোভরত আন্দোলনকারীরা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি