মডেলিং থেকে শুরু করে মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার “নাম হ্যায় তেরা” মিউজিক ভিডিওতে কাজ, সেখান থেকে শাহরুখ খানের বিপরীতে “ওম শান্তি ওম” ছবিতে ডেবিউ, ইন্ডাস্ট্রিতে দীপিকা পাড়ুকোনের জার্নি নিঃসন্দেহে ঈর্ষণীয়।
৩৭ বছরের অভিনেত্রী তাঁর ৫ম বিবাহবার্ষিকী উদযাপন করছেন বলিউডের “বাজিরাও” রণবীর সিংহের সঙ্গে। এই মুহূর্তে, নিজেদের সম্পর্ক নিয়ে “কফি উইথ করণ” এ খোলামেলা কথা বলে শিরোনামে রয়েছেন “দীপবীর”। কেরিয়ারের শুরুতে বলিউডে নেপোটিজম নিয়েও মুখ খুলেছিলেন দীপিকা।
১৫-২০ বছর আগে ইন্ডাস্ট্রিতে বহিরাগত ছিলেন দীপিকা। এই জগতের সঙ্গে তাঁর বাবা-মায়ের কোনও পরিচয় ছিল না। তার পরেও অনেক পরিশ্রম করে দীপিকা নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। মুম্বই সংবাদসংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে নেপোটিজম নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, “”আমরা যে স্বজনপ্রীতি নিয়ে কথা বলা শুরু করেছি তা তখনও ছিল, বর্তমানেও আছে এবং চলতেই থাকবে। এটাই বাস্তব।”
কিন্তু নিজের চেষ্টায় এতটা পথ পেরিয়ে গর্বিত দীপিকা। তিনি বলেন, ‘আগে আমাকে অনেক কিছু সামলাতে হয়েছে। শুধু পেশাগত ভাবে নয়, ব্যক্তি জীবনেও। তখন আমি যৌবনের দোড়গোড়ায়। নতুন শহর, নতুন পরিবেশ, বন্ধু নেই। পরিবার পাশে নেই। কী খাব? সেটাও ভাবতে হত। তখন সুইগি,জোম্যাটোর চল ছিল না। নিজের ব্যাগপত্তর নিজেকেই বইতে হত। কিন্তু কোনওদিন সেই পরিস্থিতিকে কঠিন মনে হয়নি। অনেক সময় বাড়ি ফেরার পথে ট্যাক্সিতে ঘুমিয়ে যেতাম ক্লান্তিতে। আমার সুরক্ষা নিয়ে মা অন্য শহরে বসে দুশ্চিন্তা করত। আজ যখন ফিরে তাকাই, মনে হয়- তুমি পেরেছো! তুমি এটা করেছো নিজের চেষ্টায়।’
আগামিতে সিদ্ধার্থ আনন্দের ফাইটারে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে প্রথমবার হৃতিকের সঙ্গে জুটিতে রণবীর ঘরণী।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম