আন্তর্জাতিক ডেস্কঃ সরকারি বাসভবনে মদের পার্টি আয়োজন করে লকডাউনের বিধি ভঙ্গ করায় নিজ দল কনজারভেটিভ পার্টির এমপিদের অনাস্থা ভোটে জয়ী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল সোমবার (৬ জুন) তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা।
কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯ টায় ফল ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা ৬টায় ভোট শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। তার পক্ষে ভোট পড়েছে ২১১ এবং বিপক্ষে পড়েছে ১৪৮ ভোট। আইনপ্রণেতাদের ৫৯ শতাংশের সমর্থন পেয়েছেন তিনি। এর ফলে তিনি প্রধানমন্ত্রীর পদে বহাল রইলেন।
জনসন বলেন, এটি একটি খুব ভালো ও সন্তোষজনক ফলাফল এবং মিডিয়া যেসব বিষয় নিয়ে ব্যস্ত থাকে তা পেছনে রেখে দেওয়ার সুযোগ। সরকারের কাজের সাফল্য তুলে ধরতে তিনি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি, বেকারত্বের হার কমানো, ইউক্রেন যুদ্ধে সহায়তা এবং শরণার্থী সংকট সামাল দেওয়ার বিষয়গুলো উল্লেখ করেন। তাছাড়াও আগামীতে সরকারের আরও কিছু ভালো কাজ করে দেখানোর প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, জনসন ২০১৯ সালের নির্বাচনে বড় জয় পেয়েছিলেন। কিন্তু গত মাসে কোভিড -১৯ মহামারী চলাকালে ডাউনিং স্ট্রিটে লকডাউন ভেঙে পার্টি করার ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হলে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রেক্ষাপট তৈরি হয়। জনসন একাধিক বার করোনার বিধিনিষেধ ভঙ্গ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।