আন্দোলনের ১১ দিনের মাথায় খুলে দেয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। শনিবার (৬ এপ্রিল) দুপুরে, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে, ভিসিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বরিশাল বিভাগীয় কমিশনারের আহ্বানে সার্কিট হাউজে বেলা ১১টায় বৈঠক শুরু হয়। এতে সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
বৈঠকে দু’পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।