ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বরগুনা জেলার ১৩ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও ফসল। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। দ্রুত স্থায়ী সুরক্ষা বাঁধ নির্মাণ করে নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর।
ঘূর্ণিঝড় আম্পানে তছনছ বরগুনা। বিধ্বস্ত হয়েছে দশ হাজার ঘরবাড়ি। ভেসে গেছে দেড়শো মাছের ঘের। তলিয়ে গেছে তিনশো হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টি পয়েন্টে ১৩ দশমিক ৫৭ কিলোমিটার বেড়িবাঁধ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১০ থেকে ১১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত নলটোনা, নিশানবাড়িয়া, গোলবুনিয়া, আয়লাপাতাকাটা এবং পাথরঘাটার কাকচিড়া কালমেঘাসহ বিভিন্ন এলাকা।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ইতোমধ্যেই ক্ষয়-ক্ষতির তথ্য জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই বাঁধ নির্মাণের আশ্বাসও দিলেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার ৯৫৫ কিলোমিটার বাঁধের মধ্যে ৩৭ কিলোমিটার ঝুঁকিপূর্ণ। এর আগে, সিডর আইলা মহাসেন ও সবশেষ বুলবুলে ক্ষতিগ্রস্ত হয়েছিলো ৪৫ কিলোমিটার বাঁধ।