বরগুনার নবাগত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম আমতলী উপজেলায় শুভ আগাম উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিওকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেন।
বুধবার (১৬ আগস্ট) ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করেন আমতলী উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ফয়সাল নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও ওসি (তদন্ত) আমির সেরনিয়াত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, এ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি ও শিক্ষক রেজাউল করিম বাদল প্রমুখ।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি