পৃথক অভিযানে নারী মাদক কারবারি সহ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি। আটক কৃতদের নাম তাসলিমা ওরফে রানী এবং সাগর। এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার সময় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া ষ্ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর নামক এক মাদক বিক্রেতার কাছ থেকে ৪০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃত সাগরের বাড়ি বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের দফাদার বাড়ি। সাগরের বাবার নাম নজরুল ইসলাম বাদশা এবং পালিত পিতার নাম মোঃ রিপন। সাগর বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বধু ঠাকুরানী গ্রামে নানা এবিএম সিদ্দিকের বাড়িতে থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
অন্য এক অভিযানে একই ইউনিয়নের জাকিরতবক গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান বিকেল ৫টায় চালিয়ে নারী মাদক কারবারি তাসলিমা ওরফে রানী কে ৩১০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ আটক করে। আটক কৃত তাসলিমা ওরফে রানী জাকির তবক গ্রামের বাদল ফরাজির স্ত্রী।
তিনি আরো বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি