বরগুনায় তাপদাহে অস্থির জীবনযাপন, তীব্র গরম পড়ে এবং দাবানলের অনুভূতি হয় অর্থাৎ দাবানলের মতো দাহ। তাই বরগুনায় দাবদাহের কারনে হিট স্ট্রোকে কমলেশ ভদ্র (৪০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের সদরঘাট কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে পোল্টি ফার্মের গাড়ি থেকে মুরগী নামানোর সময় অসুস্থ হয়ে মারা যান তিনি।মৃত কমলেশ ভদ্র বরগুনা সদর উপজেলার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের জাপানি ব্যারাকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ২৫ বছর যাবৎ বরগুনা শহরে হ্যান্ডেলিং লেবারের কাজ করে আসছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা যায়, পোল্টি ফার্মের একটি গাড়ি থেকে মুরগী নামানোর কাজ শেষ হওয়ার পর, সদরঘাট জামে মসজিদের সিঁড়ির কাছাকাছি যেতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কমলেশ ভদ্র। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তানিয়া পারভীন জানান, হাসপাতালে আসার আগেই কমলেশের মৃত্যু হয়েছে। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি