বগুড়ায় পরকীয়ার জেরে আলী হাসান হত্যাকাণ্ডের প্রধান আসামি সবুজ সওদাগরের ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের কোনাবাড়ি ফ্লাইওভার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হত্যা মামলার ৩ নম্বর আসামি শহরদিঘীর মৃত সিরাজ সওদাগরের ছেলে মো. সম্রাট সওদাগর (২৩), তার স্ত্রী ৪ নম্বর আসামি মোছা. লিপি বেগম (১৯)।
আজ বুধবার (১২ জুন) র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
মীর মনির হোসেন জানান, ১৫ মে বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম শান্তিনগর এলাকার আলী জিন্না (৫৪) বগুড়া সদর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আলী হাসান (৩২) ও আসামি সবুজ তারা দুই বন্ধু। কিছু দিন আগে তার আলী হাসান জেলে থাকায় তার বন্ধু সবুজ তার বউয়ের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হন। পরবর্তীতে তারা মীমাংসা করে পুনরায় একত্রে চলাফেরা করেন। এরই সূত্র ধরে গত ১৪ মে আলী হাসানকে কৌশলে তার বাড়িতে নিয়ে যান সবুজ এবং ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় মামলা রুজু হয়। যা বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গাজীপুরের কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে যৌথ অভিযানে তাদের আটক করে র্যাব-১২। আটকদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি