স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোশাররফ হোসেন রুবেল। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৪ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, ক্রিকেটার মোশাররফ রুবেলের জানাজার নামাজ গতকাল মঙ্গলবার তারাবিহ নামাজের পর আনুমানিক রাত ১০টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হয়। জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন যাবত ভর্তি ছিলেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। দল থেকে অতি দ্রুত বাদ পড়েন। এরপর তাকে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে নিয়েছিল দল। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন তিনি। ৮ বছর পর ২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট পান। দলকে জেতাতে বড় ভূমিকাও রাখেন তিনি। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। ফলে তার ক্যারিয়ার সেখানেই থেমে যায়।