করোনা ভাইরাস বিশ্বকে বদলে দিয়েছে। অগনিত মানূষ মারা গেছে, বন্ধ হয়ে গেছে বানিজ্য। ঘরে বন্ধি হয়ে পরেছে পৃথিবীর মানূষ। দেখাদেখিও হচ্ছেনা আপন জনের সাথে। এমন পরিস্থিতি এর আগে কখনো কেউ দেখেছে কিনা জানিনা। ভয় ঢুকে গেছে মানূষের মনে। সন্দেহ করতে শুরু করেছে একে অপরকে কি জানি কে আক্রান্ত। ভয়ে অনেকে বলে না যদি জানাজানি হয়ে যায়। গোপনেই চলে গেছেন অনেকে। মৃতের সংখ্যাও যা দেখানো হচ্ছে, সংখ্যাটি তার চেয়ে অনেক বেশী। লেখাপড়া হচ্ছেনা,বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। বেকার হয়েছে কর্মক্ষমরাও।লেখাপড়া শেষ করেও আটকে গেছে জীবন অনেকের। হারিয়ে গেছে একটি বছর। বেচে থাকলে নতুন করে জীবন শুরু করতে হবে নতুন পৃথিবীতে।
করোনা শিক্ষাও দিয়েছে বিশ্বকে। স্বাস্থ্য সচেতনতা, মমত্ববোধ এবং মানবতা শিখিয়েছে। দেশ-সমাজের প্রতি মানূষের কর্তব্যবোধ শিখিয়েছে। করোনার বিরুদ্ধে এক হয়েছে বিশ্ব। মানবতার এই ঐক্যটি বজায় থাকলে হানাহানি থাকবেনা পৃথিবীতে।
এমন বিপর্যয়েও ভাগ্য খুলেছে অনেকের আবার ভাগ্যাহত অনেকে। দিগন্ত উম্মোচিত হয়েছে বাচার আশায়। কার ভাগ্যে কি কি আছে কেউ জানেনা। অসুধ নয় ভেকসিন আবিস্কৃত হয়েছে। এখনো প্রয়োগ শুরু হয়নি। বিশ্ববাসী প্রতিক্ষায় ভেকসিনের জন্য। ভেকসিন সকলের জন্য হউক এটাই প্রত্যাশা সকলের। ভেকসিন নিয়ে যেন রাজনীতি না হয়।
আজিজুর রহমান প্রিন্স
টরন্টো, কানাডা
২৮ নভেম্বর ২০২০।