মৌলভীবাজারের বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ই নভেম্বর) রাতে পৌরসভার পানিধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবির বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আছদ্দর আলীর ছেলে।
সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবু হাসান বাদী হয়ে ৪৬ জনের নামোল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের (মামলা নং-১২) করেন। ওই মামলায় বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে ৪৫ নম্বর আসামি করা হয়েছে।
বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ বুধবার রাতে জানান, মঙ্গলবার রাতে বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি