লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা নামুডী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ও গরীব অসহায় শীতার্থ ব্যক্তিদের মাঝে বজলে রহমান মুসতাযীর ট্রাষ্টের উদ্যেগে কম্বল বিতরন করা হয়েছে।
আজ ২০ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলার নামুডী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় হল রুমে ওই কম্বল বিতরন কার্যক্রম চলে।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন বজলে রহমান মুসতাযীর ট্রাষ্টের পরিচালক আমেনা শিরিন মুসতাযীর এর মেয়ে জেলার নারী অধিকার কর্মী হিসাবে পরিচিত এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না।
এ সময় আরো উপস্থিত ছিলেন নামুড়ী সুফিয়া খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার মিন্টু, প্রধান শিক্ষক এরশাদুল হকসহ আরো অনেকে।
কম্বল বিতরন কার্যক্রমে বজলে রহমান ট্রাষ্ট এর পরিচালক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না বলেন, আমার বাবা একজন দানশীল ব্যক্তি ছিলেন, তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, তার আদর্শে উজ্জীবীত হয়ে আমি সারাজীবন সমাজের নিপিড়ীত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি