বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও পেয়েছে বড় জয়। ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে টানা চার ম্যাচ জিতে স্বাগতিকরা পৌঁছে গেছে সেমিফাইনালের মঞ্চে।
বৃহস্পতিবার (৩০ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নিয়েছেন।
ম্যাচের শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদু, আল-আমিন, রাজিব, ইয়াসিনরা। তৃতীয় মিনিটে প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। এ সময় স্বাগতিকরা ১০-১ পয়েন্ট ব্যবধানে এগিয়েছিল। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার দেখা। ফলে লাল-সবুজরা এগিয়ে যায় ১৯-২ পয়েন্টে।
এরপর ১৪ মিনিটে তৃতীয় লোনা পায় বাংলাদেশ। এ সময় দুই দলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে ৪১-১৫ পয়েন্ট ব্যবধানে ছিল আব্দুল জলিলের শিষ্যরা। ২৯ মিনিটে পঞ্চম লোনাসহ ৫১-২১ পয়েন্টে এগিয়ে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে ষষ্ঠ লোনা স্বাগতিকদের। এ সময় দল এগিয়ে ছিল ৬১-২৪ পয়েন্টে। ৩৯ মিনিটে সপ্তম লোনা লাভ করে বাংলাদেশ। ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিল লাল-সবুজরা।
পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের কোচ আব্দুল জলিল। তিনি বলেন, ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। যা প্রাথমিক লক্ষ্য ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরো উজ্জীবিত ও আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপপর্বে আমাদের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিরুদ্ধে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশা করি, টানা চার ম্যাচের মতো নেপালের বিরুদ্ধে আমরা জিতবো।’
এর আগে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষেও বড় জয় পেয়েছে বাংলাদেশ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম