বঙ্গবন্ধুর চেতনায় মাতাল জয় বাংলা কনসার্ট। রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে স্বেচ্ছাসেবী
সংগঠন ‘ইয়াং বাংলা’র আয়োজনে ষষ্ঠবারের মতো শুরু হয় জয় বাংলা কনসার্ট।
কনসার্ট শুরু হয় শনিবার (৭ মার্চ) দুপুর ১টায়, চলে রাত ১১টা পর্যন্ত।
গেল কয়েক বছর ধরে এই কনসার্ট ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। তবে এবারের আয়োজনটি
হয়েছিল আরও বিশেষ। কারণ, এটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে।
যেখানে সরাসরি অংশ নিয়েছে দেশের ১১টি ব্যান্ড। কনসার্টের শুরুটা হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫টি ব্যান্ডের পারফরমেন্স দিয়ে।
ব্যান্ড দলগুলোর গানের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ঐতিহাসিক উক্তি দিয়ে
সাজানো হয়েছিলো কনসার্ট।
এবারের ষষ্ঠতম আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতিয়েছে
দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিকাল
রিপ্রেজেন্টেশন তো ছিলই।