নুর মোহাম্মাদ সম্রাট (বগুড়া প্রতিনিধি) : বগুড়ায় মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে দুই পক্ষের সংঘর্যে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
গতকাল দুপুরের দিকে মোটর মালিক গ্রুপের একটি অংশ চারমাথায় অবস্থিত গ্রুপের কার্যালয়টি দখল করতে যায়। এই সময় আরেকটি গ্রুপের সদস্যরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এই সময় তিনটি বাস ভাংচুর, অগ্নিসংযোগ, পাঁচটি মোটরসাইকেলে
অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া চারমাথা পেট্রোল পাম্প, নাভানা সিএনজি ফিলিং স্টেশন, শাহ ফতেহ আলী পরিবহনের কার্য্যালয় ভাংচুর হয়।
সদর থানার ওসি হুমায়ন কবির জানান, এই সময় একজন পুলিশ ও একজন সাংবাদিক আহত হন। ঘটনার সময় রমজান নামের এক পুলিশ সদস্য ছুরিকাহত হয়েছেন। এছাড়া রাজু আহাম্মেদ নামের এক গণমাধ্যমকর্মী আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআর