নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেলে কলেজের প্রথম বর্ষের নবীনবরণ ও ২০২১ সালের ইন্টার্নি ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি (শনিবার) বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন হয়।
এই আয়োজনে কলেজের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পাশাপাশি ইন্টার্নি ২০২১ ব্যাচের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এম.মিল্লাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মোস্তফা আলম নাননু, এছাড়া আরো উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল, বগুড়া প্রেসক্লাবের সহ -সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম, সাবেক সম্মানিত অধ্যক্ষবৃন্দ সহ বিভিন্নস্তরের হোমিওপ্যাথিক নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহারের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। বক্তারা নবীনদের উদ্দেশ্য আরো বলেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
সেইসঙ্গে ইন্টার্নশিপ সম্পন্ন করে বের হওয়া শিক্ষার্থীদের মাধ্যমে সমগ্র দেশের জনগণ মানসম্মত চিকিৎসা সেবা পাবে বলে বিশ্বাস করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি