তীব্র দাবদাহে বিপর্যস্ত দায়িত্বরত পুলিশ সদস্য ও সাধারণ পথচারীদের জন্য সুপেয় বিশুদ্ধ পানির বুথ স্থাপন করেছেন বগুড়া জেলা পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শহরের সাতমাথা মুজিব মঞ্চের সামনে এ বুথ স্থাপন করা হয়। এটির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী।
বুথ উদ্বোধন কালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘প্রচন্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ নেয়া হয়েছে। একজন পুলিশ সদস্য পোশাক পড়া অবস্থায় প্রচন্ড গরমের মধ্যে ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করতে হয়, যা খুবই কষ্টকর ব্যপার। ট্রাফিকের এই সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য অসম্ভব রকমের কষ্ট করেন। তাদের ক্লান্তি দূর করতে খাবার স্যালাইন, পানি ও জুস বিতরন করা হয়েছে।’
এই তাপপ্রবাহ যতদিন থাকবে ততদিন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
জেলা পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানান সাধারণ তৃষ্ণার্ত পথচারীরা।
বুথ উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)