বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি ইকবালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত ইকবাল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি শ্রমিকের কাজ করতেন।
জেল সুপার আনোয়ার হোসেন জানান, মৃত ইকবাল হোসেন বগুড়া সোনাতলা থানায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষনের মামলায় অভিযুক্ত ছিলো। এই মামলায় গত ৪ ফেব্রুয়ারি থেকেই ইকবাল জেলা কারাগারে বন্দি ছিলো। গতকাল শনিবার বিকেলে কারাগারের ওয়াশরুম থেকে গলায় লুঙ্গি পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এর পরপরই তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ইকবালের মৃত্যুর এ বিষয়টি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি