বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর নদী থেকে মহরম আলী খান (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মে (বুধবার) দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বগুড়া বাজার এলাকায় বাঙ্গালী নদীর ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৃত মহরম আলী খান উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের তায়েজ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ও বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
নিহতের বড়ভাই সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান জানান, গত সোমবার (২২ মে) বিকেলে বাড়ি থেকে বের হন মহরম আলী। এরপর আর বাড়ি ফিরেনি সে। তার ব্যবহৃত ফোন নাম্বারও বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় তাকে খোজাখুজি পাওয়া যায়নি। অবশেষে আজ দুপুরে নদীতে তার লাশ পাওয়া যায়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিবারের সকল সদস্য অভিযোগ করে বলেন যে, এটা কোন সাধারণ মৃত্যু নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনা অন্য দিকে মোড় ঘুরিয়ে দেয়ার জন্য লাশটি নদীতে ফেলা হয়েছে। খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ বিষয়ে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এ প্রসঙ্গে বলেন, বাঙ্গালী থেকে ভাসমান অবস্থায় মহরম আলীর লাশটি উদ্ধার করা হয়েছে। তাই এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি সম্পর্কে জানা যাবে। তিনি আরো বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি